যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া সড়কের মহিরন পীর বাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়, এতে কমবেশি ৪৫ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা গাছে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও জেলা মুন্সিগঞ্জে স্থানান্তর করা হয়েছে।
বাঘারপাড়া থানার পুলিশ জানিয়েছে, বাসটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারান, ফলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, বাসটি বেপরোয়া গতিতে চলছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
এ দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

