যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুমাইয়া (৩), মালয়েশিয়া প্রবাসী ইয়ামিন হোসেনের মেয়ে, এবং সুরাইয়া (৪), ইয়ামিনের ভাই ইয়াসিন হোসেনের মেয়ে। ইয়াসিন হোসেনও মালয়েশিয়া প্রবাসী।
গ্রামবাসীর বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে সুমাইয়া ও সুরাইয়া বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দুটির নিথর দেহ পাওয়া যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির দাফন সম্পন্ন করা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

