বৃদ্ধকে হত্যা, করে লাশ ফসলি মাঠে ফেলে গেল দুর্বৃত্তরা

আরো পড়ুন

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এক বৃদ্ধকে হত্যার পর লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জোতপাড়া গ্রামের এক ফসলি মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর তারা পুলিশকে খবর দেন।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু জানান, আতিয়ার দীর্ঘদিন ধরে ওই গ্রামে নানাবাড়িতে পরিবারসহ বসবাস করছিলেন। তার লাশের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। আতিয়ারের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় অর্ধ মাইল

হত্যাকাণ্ডের কারণ

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে আতিয়ার খাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ হত্যার কারণ উদঘাটনে কাজ করছে এবং অপরাধীদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

জাগো/ মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ