বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুসারে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বায়ু শ্রেণির মধ্যে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ২৬৭।
তালিকার শীর্ষে থাকে ভারতের দিল্লি যেখানে বায়ুর মানের স্কোর ৩২৮। উগান্ডার কাম্পালা তালিকার তিনে রয়েছে, যেখানে বায়ুর মান অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস হিসেবে মনে হয়।