বিজিবি মহাপরিচালক: ভারতের সঙ্গে অসম চুক্তিতে কোনো ছাড় দেওয়া হবে না

আরো পড়ুন

র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আজ (বুধবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান করা হবে। তবে যেসব বিষয়ে আমরা বঞ্চিত হয়েছি, সেগুলোতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসা হবে, যেখানে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। সীমান্ত হত্যা এই সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কে আস্থা বাড়াতে বাংলাদেশ কোনো ছাড় দেবে না। তিনি বলেন, “শুধু ছাড় দিলেই আস্থা বাড়ে না, আলোচনার মাধ্যমেও আস্থা তৈরি করা সম্ভব।”

আরো পড়ুন

সর্বশেষ