শৈলকূপায় গাছ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

ঝিনাইদহের শৈলকুপায় গাছে ঝুলন্ত অবস্থায় মিঠুন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভাটই বাজার এলাকার রাস্তার পাশে মাঠে একটি খই গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।

মিঠুন হোসেন উপজেলার গোয়ালবাড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে। তার চাচা মনোজ মিয়া জানান, সকালে মিঠুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, তিনি গলায় গামছা পেঁচিয়ে গাছে ঝুলছেন। পরিবারের দাবি, মিঠুন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ভাটই বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আমিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ