: বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাঁজাসহ কবির হাওলাদার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে সদর উপজেলার গোবরদিয়া গ্রামে মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলামের মুদি দোকানের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করা হয়। আটককালে তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত কবির হাওলাদার কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক গৌতম কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে।

