তিনি বলেন, আওয়ামী লীগ মনে করেছিল তারা সর্বময় ক্ষমতার মালিক। ক্ষমতার দাপটে কেয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেছিল। তবে তাদের পতন ও পলায়ন প্রমাণ করেছে, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না।
শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে দীর্ঘ ২১ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ খুনি নয়। দেশের মানুষ দেশপ্রেমিক। আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসন চালিয়ে ১৮ কোটি মানুষের ওপর জুলুম করেছে। তিনি আহ্বান জানান, যেন এমন কোনো কাজ করা না হয় যা জাতীয় ঐক্য বিনষ্ট করে। পাশাপাশি তিনি চাঁদাবাজি, দখল বাণিজ্য বন্ধ এবং মানবিক বাংলাদেশ গড়ার ওপর জোর দেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। তাদের ফ্যাসিস্ট শাসনের সময় সংঘটিত প্রতিটি হত্যার বিচার চাই। বাংলার মাটিতে তাদের আর কোনো আশ্রয় হবে না। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।
জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে এই সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, ব্যারিস্টার সালেহীন এবং অধ্যাপক আজিজুর রহমান স্বপন।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর এ বছরের ৫ জুলাই প্রকাশ্যে কর্মসূচি দেয় জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় এই কর্মী সম্মেলন আয়োজন করা হয়।

