ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসীরা হয় বেঈমান না হয় মুর্খ-অভয়নগরে মামুনুল হক

আরো পড়ুন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, মুসলমানদের জন্য ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তিনি মনে করেন, ইসলামের অনুশাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা মুসলমানদের ওপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব। ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাস করেন, তাদের তিনি মূর্খ বা বেঈমান হিসেবে অভিহিত করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নওয়াপাড়ার ইহইয়াউল উলুম আল ইসলামীয়া উলামানগর মাদ্রাসায় দারসে বুখারী, দস্তারে ফজিলত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলটির নেতারা পালিয়ে গেলেও কর্মীদের ইসলামিক ভাবধারায় রাজনীতি করতে হবে। তিনি দাবি করেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেখানে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম অভয়নগর থানা শাখার আমীর হাফেজ মাওলানা গোলাম মাওলা। দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ মাহফিলে মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ এতে অংশ নেন।

বিএনপির নেতাদের উদ্দেশে মামুনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা বাতিল করেছিলেন। কিন্তু বিএনপির বর্তমান কিছু নেতা তার আদর্শ ভুলে গিয়ে বিপরীত অবস্থান নিয়েছেন। তিনি এসব নেতাদের বিএনপির প্রকৃত অনুসারী হিসেবে স্বীকৃতি দেননি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মাসুম বিল্লাহ ও মুফতি ইসমাঈল হুসাইন রহমানী।

 

আরো পড়ুন

সর্বশেষ