তাঁর নাম আবু সালেহ (৪৫)। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম প্রথম আলোকে এ তথ্য জানান। আবু সালেহর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ওপরের অংশের ডালে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাঁরা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান। পরে সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশটি গাছ থেকে নামান।

