শাহীন চাকলাদারকে কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন যশোর.জেলা ও দায়রা জজ আদালত।

আরো পড়ুন

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালত। আজ বুধবার (২২ জানুয়ারি) স্পেশাল জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩০ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে সম্পদ গোপনের অভিযোগে মামলা করেন। তদন্তে প্রমাণিত হয়, তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের বিবরণীর সঙ্গে প্রকৃত সম্পদের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। শাহীন চাকলাদার তার সম্পদ বিবরণীতে মোট সম্পদ ১ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা উল্লেখ করেছিলেন, যার মধ্যে দেনা ছিল ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা। তবে দুদকের তদন্তে দেখা যায়, তার প্রকৃত সম্পদ ছিল ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা এবং তিনি ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করেছেন।

২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে দুদক আদালতে চার্জশিট জমা দেয়। রায়ের দিন শাহীন চাকলাদার আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গাজী আব্দুল কাদির।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ