যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে নিখোঁজ ইজিবাইক চালক সোহাগ হোসেন রকিবের (২২) লাশ উদ্ধার করেছে পিবিআই ও চৌগাছা থানা পুলিশ। যৌথ অভিযানের মাধ্যমে তিনজন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন পুড়াহুদার সোহানুর (২০), ইছাপুরের সজল (২২) এবং পাঁচনমনা গ্রামের সুজন (২১)। রকিব গত ১৬ জানুয়ারী সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।
জাগো/ মেহেদী

