যশোরের খাজুরা বাজার তেলপাম্প এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টায় একটি ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যান এক পাচারকারী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা ওই ব্যাগ থেকে ২ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি সদস্যরা যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজার তেলপাম্প এলাকায় অবস্থান নেন। ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭১৫৩) বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে ডিএনসির উপস্থিতি টের পেয়ে পাচারকারী আগেই বাস থেকে নেমে পালিয়ে যান।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার চালান কক্সবাজার থেকে সড়ক পথে যশোরে পাচার হচ্ছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চলছে।

