গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের কালিবাড়ি গড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালুখালী উপজেলার কালিবাড়ি গাড়িয়ানা এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ও বিপরিত দিক থেকে আসা পঞ্চগড়গামী গোল্ডেন লাইন পরিবহন দুটি ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত অন্তত ১৫
