রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত অন্তত ১৫

আরো পড়ুন

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী‌তে হা‌নিফ প‌রিবহন ও গো‌ল্ডেন লাইন না‌মে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গো‌ল্ডেন লাইনের চালক বাচ্চু (৫০) নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অপর বা‌স হানিফ প‌রিবহনের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী। এরম‌ধ্যে ৩ জ‌নের অবস্থা আশঙ্কাজনক। আহত‌দের উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর ও কালুখালী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

প‌রে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর ও কালুখা‌লি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতালে পাঠায়। আহত‌  গো‌ল্ডেন লাইনের চালক‌ বাচ্চু ফরিদপুর মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যায়।এছাড়া হা‌নিফ প‌রিবহ‌নের চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর।

আরো পড়ুন

সর্বশেষ