যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) সম্পর্কে ভুয়া খবর ছড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। জনি ফেসবুকে একটি সম্পাদিত ছবি পোস্ট করেন, যেখানে নিক্সন চৌধুরীকে জামায়াত আমিরের বাড়ি থেকে আটক দেখানো হয়েছে।
এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ছবিটি সম্পাদিত এবং ভুয়া। যশোর জেলা জামায়াতের নেতৃবৃন্দ এই ধরনের গুজবের তীব্র নিন্দা জানিয়েছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
এদিকে, জনি পূর্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে ভুয়া তথ্য প্রচার করেছিলেন। এসব গুজবের কারণে যশোর কোতোয়ালি থানায় জনির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, জনি সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কৃত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন
জাগো/মেহেদী