মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় অবৈধভাবে চাষ করা একটি সবজি বাগানে অভিযান চালিয়ে ৬৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কাম্পুং জোহান সেটিয়া, তেলোক পাংলিমা গারাং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পাঁচ হেক্টর জমির ওই সবজি বাগানে অভিযান চালানো হয়। বাগানটি মূলত বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীরা পরিচালনা করছিল। নির্মাণ খাতে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশের (পিএলকেএস) মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা সেখানে কাজ করছিল।
অভিযানে ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মিয়ানমারের পুরুষ ও ১ জন মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২ জন মহিলা, ২ জন পাকিস্তানি এবং ১ জন ভারতীয় পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
জাগো/মেহেদী