কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত টিপু খুলনার দৌলতপুরের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।
এ ঘটনায় র্যাব-১৫ এর সদস্যরা খুলনার আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু এবং মেজবাহ হক ভুট্টোকে আটক করেছেন। চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেজবাহ হক ভুট্টো কক্সবাজারের টেকপাড়ার বাসিন্দা।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাবের হেফাজতে রাখা হয়েছে।
হোটেলের অতিথি লিপিবদ্ধ বই অনুযায়ী, ইফতেখার, নিহত টিপু এবং রুমি নামের এক নারী সকাল ৭টায় হোটেলে ওঠেন। রুমি পলাতক রয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে টিপু ও রুমি হোটেল থেকে বের হন। রাত ৮টা ২০ মিনিটে সিগাল পয়েন্টের কাছে টিপুকে গুলি করা হয়।
অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু জানান, গুলির শব্দ শুনে তিনি টিপুকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়।