বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত চারজন একই পরিবারের

আরো পড়ুন

  • ঢাকার সাভারে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট চারজন নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন ঘাটাইল উপজেলার ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা আক্তার (৩৫), ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ (১৫), এবং শ্যালিকা সীমা আক্তার (৪০)। জানা গেছে, ফারুক হোসেনের ছেলে মোহাইমিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রতিমাসে রক্ত দেওয়ার জন্য ঢাকায় যেতে হতো। সেই উদ্দেশ্যে বুধবার রাতে পুরো পরিবার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হন।

    সাভারে পৌঁছানোর পর তাদের অ্যাম্বুলেন্সটি একটি বাসের সঙ্গে সংঘর্ষে পড়ে। সংঘর্ষের ফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়, যা অ্যাম্বুলেন্সসহ দুটি বাসকে গ্রাস করে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন ঘটনাস্থলেই পুড়ে মারা যান। দুর্ঘটনার পর লাশ শনাক্তে বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

    সাভার ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পুড়ে যাওয়া গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এ

     

আরো পড়ুন

সর্বশেষ