যশোরের চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ী ধীরেন্দ্র নাথকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন

যশোরের চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ী ধীরেন্দ্র নাথকে অপহরণের তিন ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুই অপহরণকারীকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

অপহৃত ধীরেন্দ্র নাথ উত্তম জুয়েলার্সের মালিক এবং স্বর্ণপট্টির একজন ব্যবসায়ী। গত সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ধীরেন্দ্র নাথের স্ত্রী পদ্ম রানী দে জানান, তার স্বামী অসুস্থতার কারণে দোকানে বসতে পারেন না এবং বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। ঘটনার দিন সন্ধ্যার আগে তিনি দোকানে গিয়েছিলেন। পরে ছেলেকে দোকান বন্ধ করতে বলে বাসায় ফিরে আসেন। তবে ছেলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তিনি সন্ধ্যার পর আবার দোকানে যাওয়ার জন্য বের হন। এরপর ছেলের ফোনে ধীরেন্দ্র নাথের মোবাইল থেকে অপহরণকারীদের কল আসে এবং মুক্তিপণের টাকা দাবি করা হয়।

চৌগাছা থানার ওসি কামাল হোসেন জানান, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। অপহরণকারীরা ধীরেন্দ্র নাথকে ঝিকরগাছা শহরের একটি চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বশেষ