ভারতে চীনে দাপিয়ে বেড়ানো এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। কর্নাটকের বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ৮ মাস ও ৩ মাস বয়সী দুটি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুদের পরিবারের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস না থাকায় এটি ভারতে প্রথম এইচএমপিভি সংক্রমণ হিসেবে চিহ্নিত হয়েছে। তিন মাস বয়সী শিশুটি হিউম্যান মেটানিউমোনিয়ার চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পায়, তবে ৮ মাস বয়সী শিশুর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত ১১ বছরের কম বয়সীদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যায়। এই ভাইরাসের কারণে শ্বাসযন্ত্রে সংক্রমণ, কাশি, গলাব্যথা, জ্বর এবং ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে, চীনে এই ভাইরাসের যে প্রজাতি দাপট দেখাচ্ছে, তা এখনো কর্নাটকের স্বাস্থ্য দপ্তরের কাছে অজানা।
ভারতে এই ভাইরাসের প্রথম সংক্রমণের খবর পেয়ে দিল্লি ও মহারাষ্ট্র সরকার সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে। কোভিডকালের মতো পরিকাঠামোগত প্রস্তুতি নিতে বলা হয়েছে। উত্তর প্রদেশ সরকারও কুম্ভ মেলায় সতর্কতা জারি করেছে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এইচএমপিভি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আপডেটের ওপর নজর রাখা হচ্ছে এবং ভবিষ্যতে কোনো বিপদ আসতে পারে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

