চৌগাছায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

আরো পড়ুন

যশোরের চৌগাছা দিঘড়ী মাদ্রাসার একজন পুরুষ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক মাইনুদ্দিনকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অভিযুক্ত ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই পড়ানোর নামে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। আবার শিক্ষার্থীরা যদি বাড়িতে জানানোর কথা বলেন; তাহলে খুন করে ফেলার হুমকি দেন শিক্ষক মাইনুদ্দিন।

তারা আরও জানান, আট বছর আগে দিঘড়ী গ্রামে এক শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্ক করে ৭ মাসের বাচ্চা নষ্ট করেছে। ফাঁদে ফেলে আরও দুইটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন এবং শেষে তালাক দেন। একই ভাবে পাশেগ্রামের ১ টা মেয়েকে শারিরীক নির্যাতন করেন এবং আইনের আশ্রয় নিতে চাইলে বিভিন্ন হুমকি দিতে থাকে। ভয়ে ভুক্তভোগীরা আর সাহস করে মামলা করতে পারেনি। যৌন নির্যাতনের ঘটনার তদন্ত করে শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তেভোগী পরিবার।

তবে অভিযুক্ত শিক্ষক মাইনুদ্দিন অবশ্য যৌন নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি প্রতিবেদকের কাছে দাবি করেছেন যে সুনাম নষ্ট করার লক্ষ্যে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে, বেশির ভাগ ক্ষেত্রে যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো নারীদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

আরো পড়ুন

সর্বশেষ