ক্ষমতা নয়, সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চাই-যশোরে জামায়াতে আমীর

আরো পড়ুন

দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চাইলেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। শুক্রবার সকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের বিশাল কর্মীসভায় তিনি বলেন, চাঁদাবাজ ও দু:শাসন মুক্ত, বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে। ক্ষমতা নয়, সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চাই। আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। জামায়াত এমন শিক্ষা চায় যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে শুধু সার্টিফিকেট নয়, একটা চাকরি নিয়ে বের হবে।

যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে আর কত চেতনা বিক্রি করবেন আপনারা। ৫৩ বছর জাতিকে দাসে পরিণত করেছেন। আমরা আর কারও দাসে পরিণত হবো না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসম্বেরের বক্তব্যর সমালোচনা করেন জামায়াত আমীর।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। জাতীয় স্বার্থের কোন ছাড় দেয়া হবে না।

কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমানসহ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ