মণিরামপুরে ৯৪পিচ ইয়াবাসহ কারবারী আটক

আরো পড়ুন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ শাহিনুর রহমান নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে রাজগঞ্জ বাজারের টেগার স্ট্যান্ড সংলগ্ন সাধনের সেলুনে শাহিনুর রহমান বসে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শেখ আবু হেনা মিলন, এসআই সামছুল হকসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালান। তল্লাশি চালিয়ে শাহিনুরের পকেট থেকে টেপ মোড়ানো অবস্থায় ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইন্সপেক্টর শেখ আবু হেনা মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ শাহিনুরকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মাদক কারবারিদের সঙ্গে জড়িত এবং ইয়াবা আনা-নেওয়ার কাজে যুক্ত ছিলেন।

তবে শাহিনুরের বাবা হযরত আলী দাবি করেন, “আমার ছেলে কখনো বিড়ি-সিগারেট পর্যন্ত সেবন করে না। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে ফাঁসিয়েছে।”

আটকের পর শাহিনুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে রাজগঞ্জ পুলিশ নিশ্চিত করেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ