গোপন কারাগারের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা: তাজুল ইসলাম

আরো পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৬ বছর ধরে গোপন কারাগারের নিউক্লিয়াস ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, “গত ১৬ বছর ধরে গোপন কারাগারে গুম, নির্যাতন ও খুনের মতো ঘটনাগুলোতে শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন। এসব কার্যক্রমে তার জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।”

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম আরও বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে আদালত দুই সপ্তাহের সময় দিয়েছেন।

এদিকে, গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও কীভাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে অবস্থান করার পর সীমান্ত অতিক্রম করেছেন, তা জানতে চেয়েছেন আদালত। এই বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইসিটি চিফ প্রসিকিউটর বলেন, “আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি যে, ওবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে অবস্থান করেছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে কেন গ্রেফতার করা হয়নি এবং কীভাবে তিনি দেশের সীমান্ত অতিক্রম করেছেন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন যে, ১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।”

তিনি আরও বলেন, “তদন্ত শেষ হতে কিছুটা সময় লাগবে। তবে আমরা দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করছি। যদি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কেউ পালাতে সাহায্য করেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ