যশোরের বেনাপোল রেলস্টেশনে টাস্কফোর্সের যৌথ অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৬৮০টি কম্বল, ৩৫ প্যাকেট কিসমিস এবং ৪৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৮৫ হাজার টাকা।

