কক্সবাজারের চকরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আয়ুব উদ্দিন (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হওয়ার ১৬ দিন পর আজ শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আয়ুব উদ্দিন চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি ডুলাহাজরা কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন এবং পড়াশোনার পাশাপাশি ক্ষেতখামারের কাজ করতেন পরিবারের খরচ চালাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে মো. ওয়াহিদ নামে এক ব্যক্তি মোবাইলে ডেকে নিয়ে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় নিয়ে যান। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চকরিয়া পৌরসভার আমান পাড়ার মো. মনিরের নেতৃত্বে ৪-৫ জন যুবক লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দীর্ঘ ১৬ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আয়ুব উদ্দিন মারা যান। নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, তার ছেলে পড়াশোনার পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি ছেলের মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানিয়েছেন, হামলার ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে সামাজিকভাবে মীমাংসার আশ্বাসে বাদী মামলা করেননি। এখন আয়ুবের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

