আ’লীগ নেতা মীর জহুরুলসহ চারজন গ্রেফতার

আরো পড়ুন

যশোরে নাশকতার দুই মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম। তিনি পুরাতন কসবা গাজীরহাট গ্রামের মৃত মীর সমসের আলীর ছেলে। কানাইতলা এলাকায় নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় শহর আওয়ামী লীগ নেতা মোস্তাফা খান ফিরোজ, চাঁচড়া এলাকার চাঁন মিয়ার ছেলে, গ্রেপ্তার হয়েছেন।

বাকিদের মধ্যে আছেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হাসেম মোল্লার ছেলে লিয়াকত আলী এবং শার্শা উপজেলার শালকোনো গ্রামের মৃত হাসেম আলী মন্ডলের ছেলে হোসেন আলী। তাদের বালিয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ