যশোর ডিবি পুলিশ ঝিকরগাছা থেকে চুরি হওয়া ৩০০ বস্তা চালসহ ট্রাকচালক ও এক ক্রেতাকে গ্রেফতার করেছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি। গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের রিপন বিশ্বাস (৪০) এবং মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের মনিরুল ইসলাম (৩৩)।
পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর ঝিকরগাছার আলামিন অটো রাইস মিল থেকে ৩০০ বস্তা চাল ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। চালগুলো চট্টগ্রামের পাহাড়তলীতে পাঠানোর জন্য একটি ট্রাক ভাড়া করেন তিনি। তবে ট্রাকচালক রিপন বিশ্বাস চালগুলো গন্তব্যে পৌঁছে না দিয়ে চুরি করে নিয়ে যায়।
ব্যবসায়ী তৌহিদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকচালককে শনাক্ত করে। মঙ্গলবার রাতে ঝিনাইদহের মহেশপুরের গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই চালসহ ট্রাকচালক রিপন বিশ্বাস ও ক্রেতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চালগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলার প্রমাণ হিসেবে সংরক্ষিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি দেবব্রত হরি।

