যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়িতে বোমা হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় নয় বছর পর আদালতে মামলা হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ মামলা দায়ের করেন। তিনি যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের মৃত হাশের আলী দফাদারের ছেলে। মামলায় প্রধান আসামি করা হয়েছে মাহিদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান শামীম রেজাকে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ৩১ জানুয়ারি আসামিরা সংঘবদ্ধভাবে মনিরুজ্জামানের বাড়িতে হামলা চালায়। তারা বোমা হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক ক্ষতি করে। ঘটনার সময় আসামিরা রাজনৈতিক প্রভাবে শক্তিশালী ছিল, ফলে মামলা করার পরিবেশ অনুকূলে ছিল না। বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় বাদী আদালতের শরণাপন্ন হন।
মামলার অন্য আসামিরা হলেন বড় মেঘলা গ্রামের মিজানুর রহমান, আমিনুর রহমান, জয়নুর রহমান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর, নুর ইসলাম মোল্যা, রাহাত আলী, মাসুদুর রহমান, বিপ্লব হোসেন, অহিদুল আলম, আব্দুল কুদ্দুস, শাহারুল ইসলাম, আলমগীর হোসেন, চঞ্চল, সাজ্জাদুল আলম, সাইফুল, ইমদাদুল হক, ইকবাল হোসেন, বাবুল আক্তার, কিতাব আলী, শাহাজাহান সরদার, রিপন হোসেন, ফারুক, ইব্রাহিম, কাজল, আব্দুল হামিদ, আতিয়ার রহমান, ইয়াসিন, মঞ্জুর এ মাহবুব, তোফাজ এবং মামুন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলার অভিযোগ তদন্ত করে ডিবিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

