নড়াইল, খুলনা ও অভয়নগরে ডা. শফিকুর রহমান: জাতীয় ঐক্যের আহ্বান

আরো পড়ুন

নড়াইল ও খুলনা প্রতিনিধির প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকল জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেছেন, “এ দেশ কারো একার নয়; এটি আমাদের সবার। দীর্ঘ পনেরো বছর ধরে চলা সমস্যার জঞ্জাল থেকে দেশ এখনো মুক্ত হয়নি। তাই দেশের অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।”

তিনি আরও বলেন, “একটি মর্যাদাশীল দেশ গড়তে কৃষি ও শিল্পের প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা পরনির্ভরশীল দেশ চাই না, বরং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র চাই। কোনো ধরনের আগ্রাসী তৎপরতা আমরা সহ্য করব না।”

রোববার খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলন এবং নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এছাড়া যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় এক পথসভায়ও তিনি বক্তব্য দেন।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দেশের দুটি দেশপ্রেমিক সংস্থাকে ধ্বংস করেছে। প্রথমে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। পরে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে ও কারাগারে রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে। তবে এ বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনগণের গণঅভ্যুত্থান আওয়ামী লীগের অত্যাচারের জবাব দিয়েছে।”

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আব্দুল খালেক, এবং খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান।

নড়াইলের পথসভা:
নড়াইলে জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আবদুল্লাহ আমিন বক্তব্য দেন।যশোরের অভয়নগরের শুভড়া ইউনিয়নের ফেরিঘাটে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, এবং জেলা যুব সভাপতি অধ্যাপক মশিউর রহমান।

ডা. শফিকুর রহমানের বক্তব্যে দেশের অগ্রগতির জন্য সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যের আহ্বান ছিল মূল কেন্দ্রবিন্দু।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ