মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি :

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাস্তায় গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোরে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিক কারখানার কাছে এ ডাকাতি হয়। ডাকাতদের ছুরিকাঘাতে কাভার্ডভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে মহাসড়কের ওই স্থানে ডাকাতদল গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। নতুন মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান এ সময় ঘটনাস্থলে পৌঁছে পালানোর চেষ্টা করলে উল্টে যায়। ডাকাতরা চালক ও হেলপারকে আক্রমণ করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

আরো পড়ুন

সর্বশেষ