সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় শিহাব উদ্দিন (২৬) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত শিহাব উদ্দিন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে এসে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে থাকা একটি সিএনজির ওপর উল্টে পড়ে। সিএনজিতে থাকা তিন চালকের মধ্যে দুইজন দ্রুত বের হতে পারলেও শিহাব আটকা পড়েন।
স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে ট্রাকের গ্যাস সিলিন্ডার সরিয়ে শিহাবকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় রাত ১টায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রাত দেড়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণ ও প্রতিক্রিয়া:
গোবিন্দগঞ্জ পয়েন্টে রাস্তার নকশা ও রেলওয়ের পরিত্যক্ত বিল্ডিং দুর্ঘটনার জন্য দায়ী বলে স্থানীয়দের অভিযোগ। সড়ক সরু হওয়া এবং রোড ডিভাইডারে কোনো নির্দেশক চিহ্ন না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শিহাব উদ্দিনের মৃত্যুর খবরে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়।

