যশোরের মাইকপট্টিতে শিক্ষার্থীদের উত্তেজনা, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আরো পড়ুন

যশোর শহরের শহীদ সড়ক (মাইকপট্টি) রোববার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পণ্য কেনাকাটা নিয়ে দুই শিক্ষার্থী ও দোকানের কর্মচারীদের মধ্যে ঝগড়ার জেরে মুহূর্তের মধ্যেই শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী, সজিব ইসলাম খান ও রিফাত হোসেন, মেহেদী ইলেকট্রনিক্স নামের দোকানে ইন্ডাকশন চুলা কিনতে যান। ১৩০০ টাকার একটি চুলার দাম ১৮০০ টাকা বলায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

শিক্ষার্থী সজিব ইসলাম খান অভিযোগ করেন, দীর্ঘ দরদামের পর তিনি চুলাটি কিনতে অস্বীকৃতি জানালে দোকান কর্মচারীরা তাকে আটকে রেখে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনার সময় সড়ক দিয়ে একটি সেনা টহল দল যাচ্ছিল, তবে শিক্ষার্থীরা তাদের সাহায্য চাইতে ব্যর্থ হন।

খবর পেয়ে যবিপ্রবির আরও শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজনা বাড়ে। শিক্ষার্থীরা দোকান কর্মচারীকে মারধর করেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। প্রায় দুই ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলতে থাকে।

কোতয়ালি থানা ও ডিবি পুলিশের একটি বড় দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় শহীদ সড়ক এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ