যশোরে আওয়ামী লীগ ঘরানার ৫৬ নেতকর্মীর নামে থানায় মামলা

আরো পড়ুন

যশোরের চুকনগর সড়কের কানাইতলা এলাকায় নাশকতার পরিকল্পনা, মানুষ হত্যার চেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়া এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ঘরানার ৫৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আকরাম হোসেন মামলাটি দায়ের করেন।

আসামিদের নাম:

মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান রাজু (৪০), শাহারুল ইসলাম (৫৫), সোহেল রানা (৩০), আলাউদ্দিন মুকুল (৫৪), টিপু (৪৫), টুটুল (৪৪), জুয়েল (৪৪), নাসির উদ্দিন (৪৫), পারভেজ (৪০), মোসলেম উদ্দিন (৬০), হাসানুজ্জামান হাসু (৫৪), ফসিয়ার রহমান (৫৪), মারুফ হাসান তরু (৪৫), ইব্রাহিম (৩৯), ওহেদুজ্জামান বাচ্চু (৫২), শাজাহান (৫৩), মিজান (৪৫), তাজমুল (৩৩), কামরুল (৩৮), বাপ্পী (৩২), শাওন হোসেন (৩৩), আজিম (২৭), আজিমুল (৩০), মিন্টু (৩২), ইমন (২৮), মুন্না (২৫), হাজী কাওছার (৫৬), রফিক মেম্বার (৫৫), তুহিন (৩২), হাফিজ (৪০), লিমন (৪৮), আলম (৪০), হোসেন কবীর (৩৪), চশমা সাগর (২৮), রিফাত হোসেন (২৬), খলিল (৪৮), বাবুল হোসেন (৪৮), আব্দুর রহিম (৪৫), পলাশ (৪৬), রহিম (৪৫), ফুলন (৪২), অপু (৩৮), পাপ্পু (৩৮), সিরাজুল (৪৫), সোহাগ (৫০), নাজমুল (৪৮), জাহিদ (৫২), রাজা (২৬), রকি (২৮), সাহেব আলী (৫০), কিরন (৩৫), হালিম (৫২), আবুল কালাম (২৬), সবুজ হোসেন (২৭), রিপন হোসেন (২৫) এবং আশরাফুল ইসলাম (২৮)।
এ ছাড়া অজ্ঞাযশোরে আরও ৫০-৬০ জনকে সহযোগী আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ:

মামলায় বলা হয়েছে, ১৮ নভেম্বর বিকেলে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, হাতবোমা ও আগ্নেয়াস্ত্রসহ চুকনগর সড়কের কানাইতলার সালেহা মেটালের সামনে একত্রিত হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল চাঁদাবাজি, বোমা হামলা এবং সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা। এ সময় স্থানীয় জনগণ তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে ধাওয়া দিয়ে সবুজ হোসেন, রিপন হোসেন এবং আশরাফুল ইসলামকে আটক করে।

আসামিপক্ষের বক্তব্য:

আসামিপক্ষের দাবি, এ মামলা পুরোপুরি মিথ্যা ও সাজানো। তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মামলাটি শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে।

পুলিশের বক্তব্য:

থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান, মামলাটি তদন্ত করে রেকর্ড করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


আরো পড়ুন

সর্বশেষ