প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রতিবছর পাঠ্যবই মুদ্রণের সময় কিছু ভুল-ত্রুটি থেকে যায়, তবে এবার সরকার নির্ভুল পাঠ্যবই প্রকাশের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। পাঠ্যবই শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এতে কোনো ভুল থাকা কাম্য নয়।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “বাংলাদেশের পাঠ্যপুস্তকে ত্রুটি কমানোর জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। বই হাতে পাওয়ার পরই বোঝা যাবে এই প্রচেষ্টা কতটা সফল হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “একসময় পড়াশোনার জন্য দুর্গম এলাকা মধ্যনগর থেকে লঞ্চে করে এই ঐতিহ্যবাহী জুবলী স্কুলে আসতাম। শহরে থেকে পড়াশোনা করতাম এবং ছুটির সময় আবার লঞ্চে বাড়ি ফিরে যেতাম। কখনো লঞ্চ বন্ধ থাকলে নৌকায় যেতাম। এই ঐতিহ্যবাহী জুবলী স্কুলসহ দেশের প্রাচীন বিদ্যালয়গুলোকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা উচিত বলে আমি মনে করি।”
এর আগে, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে বছর শেষ ক্লাস পার্টি উদযাপন করেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণ, ছাত্রাবাস এবং পুরনো লঞ্চঘাট পরিদর্শন করে নিজের শৈশবের স্মৃতির কথা স্মরণ করেন।

