এমএম কলেজ শিক্ষার্থীকে আটকে মুক্তিপণ দাবি করায় চারজন আটক

আরো পড়ুন

যশোর এমএম কলেজের দুই শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সিটি কলেজপাড়ার সিয়াম হোসেন, কারবালা কবরস্থান পাড়ার সাদিকুর রহমান সান, হুশতলার জুবায়ের হোসেন এবং বেজপাড়ার সাজিদুল ইসলাম আরমান।

পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে


কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়ন হাসান তার এক বান্ধবীকে নিয়ে শহরের পৌরপার্কে গেলে ওই চারজন তাদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তোলে। এরপর রিয়নকে চাকু দেখিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করার হুমকিও দেন তারা।

 

পরে রিয়নের বান্ধবীকে বাড়ি পাঠিয়ে তাকে পৌরপার্কের সামনে একটি রেস্টুরেন্টে আটকে রাখা হয়। তারা রিয়নের কাছ থেকে তার চাচাতো ভাই মেহেদী হাসানের ফোন নম্বর নিয়ে মুক্তিপণ হিসেবে ১৫ হাজার টাকা দাবি করে। মেহেদী হাসান বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযানে গিয়ে পৌরপার্কের রেস্টুরেন্ট থেকে সিয়াম, সান ও জুবায়েরকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি চাকু জব্দ করে। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে আরমানকে শহরের চৌরাস্তা বস্তাপট্টি থেকে আটক করা হয়।

 

থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন। পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ