যশোরের রেলরোড এলাকায় চারখাম্বার পাশের একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে মঙ্গলবার দুপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রজত কাঞ্চন সাহা স্বপ্নীল। তিনি রাজবাড়ি জেলার কালুখালীর বাসিন্দা রবিতোষ সাহার ছেলে। যশোরে ভাড়া বাসায় থাকতেন এবং টিবি ক্লিনিক মোড়ে একটি ফার্মেসি চালাতেন তার বাবা।
বর্তমানে স্বপ্নীলের বাবা-মা ঢাকায় অবস্থান করছেন। তার মা আইসিইউতে চিকিৎসাধীন। স্বপ্নীল নিজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্নীল শেখ আব্দুল মতিনের তিনতলা ভবনে একা ভাড়া থাকতেন। তার বাবা-মা ঢাকায় চলে যাওয়ার পর প্রায় দুই মাস ধরে তিনি একাই ছিলেন। মঙ্গলবার সকালে ভবন থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে স্বপ্নীলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্বপ্নীল সম্প্রতি মুসলিম ধর্মাবলম্বী এক মেয়েকে বিয়ে করেছিলেন, যা নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। তিনি পারিবারিক অশান্তি ও মানসিক চাপে ভুগছিলেন। এছাড়া, স্বপ্নীল মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে নড়াইলে ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট কয়েকটি মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

