অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, ইয়াবা, গাঁজা ও মদসহ তিনজন আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বৌবাজার এলাকা থেকে রুহুল আমিন বিশ্বাস ও সেন্টু আহমেদ এবং গুয়াখোলা গ্রাম থেকে আবদুর রশিদ বিশ্বাসকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৯টি দেশি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৪১৮ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার মদ, ১টি মোটরসাইকেল, নগদ টাকা এবং ৩টি মোবাইল ফোন।
আটককৃতদের অভয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। থানার ওসি মো. এমাদুল করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

