যশোর পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে জামায়াতের উদ্বেগ প্রকাশ

আরো পড়ুন

 যশোরে ক্রমাগত খুন, ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজি বৃদ্ধির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শুক্রবার সকালে প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই উদ্বেগের কথা জানান।

জামায়াত নেতারা অভিযোগ করেন, যশোরে নিয়মিত খুন, মাদক ব্যবসা, এবং চাঁদাবাজির ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যত কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে না, যার ফলে অপরাধ ক্রমশ বেড়ে চলেছে। সর্বশেষ গত ৪ নভেম্বর রাত সোয়া ৭টার দিকে খোলাডাঙ্গা এলাকায় এশার নামাজে যাওয়ার পথে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এবং শহর সাংগঠনিক জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তারা জানান, মণ্ডলগাতী, খোলাডাঙ্গা, এবং গাজীরবাজার এলাকাগুলো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কার্যক্রমে অতিষ্ঠ। পতিত আওয়ামী সরকারের সময় থেকে এ সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জামায়াত নেতারা দাবি করেন, জুলাই বিপ্লবের পর ওই এলাকার শান্তি বজায় রাখতে নিহত সজল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করা হয়। হত্যাকাণ্ডে চিহ্নিত সন্ত্রাসী খোড়া কামরুল, টিটো, স্মরণ, লাবিব, মুন্না, মুরসালিনসহ আরও কয়েকজন সরাসরি জড়িত বলে জানান নেতৃবৃন্দ।

এজাহারভুক্ত আসামি লাবিবসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তবে মূল আসামিদের এখনও গ্রেপ্তার না করায় উদ্বেগ প্রকাশ করেন জামায়াত নেতারা এবং দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া, সম্মেলনে সন্ত্রাসীরা যেন কোনো রাজনৈতিক আশ্রয় না পায় সে বিষয়েও আহ্বান জানান জেলা আমির।

নিহত আমিনুল ইসলাম সজলের ছোট ভাই আরিফুল ইসলাম সুজন খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মো. বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ৪ নভেম্বর রাতে সজলের হত্যার ঘটনায় তার ভাই আজাহারুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আরো পড়ুন

সর্বশেষ