যবিপ্রবির ছাত্রীকে হেনস্তার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তেজনা সামাল দিতে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

আরো পড়ুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রী বাসের ভাড়া নিয়ে হেনস্তার শিকার হয়েছেন। এই ঘটনায় উত্তেজিত হয়ে শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত যশোর নিউ মার্কেট বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।

স্টার্টার এনামুল হাসান জানিয়েছেন, মাগুরা থেকে ছেড়ে আসা যশোরগামী শাফিন পরিবহনের একটি লোকাল বাসের সুপারভাইজার রকি যবিপ্রবির রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নুসরাত নাদিয়ার সাথে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা করেন। পরে রকি নুসরাতের টিকিট ছিড়ে তাকে হেনস্তা করেন। এই ঘটনা দ্রুত শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা নিউ মার্কেট বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বাসটিকে আটক করে। পরিস্থিতি খারাপ দেখে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যান। শিক্ষার্থীরা সুপারভাইজারকে আটকের দাবিতে বিক্ষোভ করেন।

খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, এবং যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থীরা বাসটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যাওয়ার দাবি জানান, তবে পরে বাসটি পুলিশ হেফাজতে কোতোয়ালি থানায় রাখা হয়। শিক্ষার্থীরা জানান, নুসরাত তার বান্ধবীর জন্য কেনা একটি টিকিট ফেরত দিতে চাইলে কাউন্টার থেকে তা প্রত্যাখ্যান করা হয়। তিনি পরবর্তীতে অন্য কাউকে সাথে নিয়ে টিকিট ব্যবহার করেন, তবে বাসে উঠার পর সুপারভাইজার তা মানতে অস্বীকৃতি জানায় এবং টিকিট ছিঁড়ে ফেলে নুসরাতকে হেনস্তা শুরু করে। সুপারভাইজার ও হেলপার তাকে পথে পথে ইভটিজিং করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি মেনে দ্রুত চালক, সুপারভাইজার ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন

সর্বশেষ