‘যুবকদের অন্যায় থেকে দূরে রাখতে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই’

আরো পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, যুবসমাজকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখতে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। ঢাকার ধলপুর কমিউনিটি সেন্টারে সোস্যাল ইয়ুথ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরের আওয়ামী শাসনে ছাত্র ও যুবকদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে। তিনি তরুণদের চরিত্র গঠন, লেখাপড়ায় মনোযোগী হওয়া, ও দেশ পরিচালনার জন্য সদা প্রস্তুত থাকার পরামর্শ দেন।

নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, আওয়ামী লীগ বিতর্কিত শিক্ষা ব্যবস্থা চালু করে শিক্ষার্থীদের নৈতিকতা থেকে বিচ্যুত করেছে। তিনি বলেন, পাঠ্যপুস্তকে অপ্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অন্যায়ের বিচার করতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় নেতা এ্যাড. ড. হেলাল উদ্দিন বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দায়িত্ব যুবসমাজের ওপর বর্তায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. ড. হেলাল উদ্দিন, মহানগরীর সহকারি সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ