কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেন থেকে ১০ কোটি টাকার এলএসডি উদ্ধার

আরো পড়ুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলস্টেশনে বিজিবি-৪৭ তল্লাশি চালিয়ে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে ১০ কোটি ৯৩ লাখ টাকার এলএসডি উদ্ধার করেছে। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল থেকে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেনে মাদক পাচারের খবর পায় বিজিবি। সেই তথ্যের ভিত্তিতে তারা মিরপুরের পোড়াদহ রেলস্টেশনে অবস্থান নেয়। ট্রেনটি পোড়াদহ স্টেশনে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ভারতীয় এলএসডি সম্বলিত ৫০ এমএল এর ২১ বোতল এবং ১৯টি কম্বল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এলএসডি ও অন্যান্য সামগ্রী সম্পর্কে প্রক্রিয়া অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশনে সাধারণ ডায়েরি করার কার্যক্রম চলমান রয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ