জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ

আরো পড়ুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ নভেম্বর) খুলনা বিভাগের জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

২০১৮ সালের আজকের দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন এই জনপ্রিয় রাজনীতিক, যিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় কারবালা কবরস্থানে কবর জিয়ারত, সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও কোরআনখানি, জেলা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, এবং মৎস্যজীবী দলের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, অ্যাড. মো. ইসহকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার বৃহৎ পরিসরে এই নেতার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, যা গত বছর আওয়ামী লীগের বাধার কারণে সম্ভব হয়নি। যশোরের সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতার রুহের মাগফেরাত কামনা করতে পারছেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর শাখা সকালে কবর জিয়ারত, বাদ জোহর দোয়া মাহফিল ও অন্যান্য কার্যক্রমের আয়োজন করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় টাউন হল মাঠে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বুধবার ও বৃহস্পতিবার বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করবে।

এর আগে শনিবার (২ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পড়ার টেবিল ও চেয়ার বিতরণ করে এবং নগর বিএনপি দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করে। এছাড়াও আরবপুর ইউনিয়ন ছাত্রদল দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ