মোংলা বন্দরের পশুর নদে দুই জাহাজের সংঘর্ষে একজন জেলে নিখোঁজ হয়েছেন, এবং তাকে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান চলছে। শুক্রবার রাতে গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ও কয়লাবাহী লাইটার জাহাজ ‘এমভি মিজান’ এর মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে লাইটার জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে থাকা কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে নদীতে পড়ে যান। চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও খুলনার লাউডোব এলাকার ১৮ বছর বয়সী জেলে আব্দুল হাকিম এখনো নিখোঁজ রয়েছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের পেটি অফিসার মো. জাকির জানিয়েছেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে সংবাদ পাওয়ার পর কোস্ট গার্ডের দুটি টহল বোট উদ্ধার অভিযানে নেমেছে। শনিবার সকাল থেকে পশুর নদের করমজল এলাকায় অভিযান চালানো হলেও দুপুর ১২টা পর্যন্ত আব্দুল হাকিমকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানিয়েছেন, তার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তিনি মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

