বিদ্যুৎ সংকট: আদানি গ্রুপের এক ইউনিট বন্ধ, কমেছে উৎপাদন

আরো পড়ুন

ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত আদানি গ্রুপের একটি পাওয়ার ইউনিট বন্ধ হয়ে গেছে, যা বাংলাদেশে প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাকা বকেয়ার কারণে হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে গড়ে মাত্র ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, যা আগের দিন ছিল এক হাজার মেগাওয়াটের বেশি।

আদানি পাওয়ার জানায়, আগামী সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ না হলে ৭৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিটটি ৭ নভেম্বর থেকে বন্ধ করা হবে। এদিকে, দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেও উৎপাদন কমানো হয়েছে, ফলে বিদ্যুতের চাহিদার তুলনায় ১ হাজার মেগাওয়াট ঘাটতি দেখা দিয়েছে।

এস আলম গ্রুপের বাঁশখালী পাওয়ার প্লান্টও বকেয়া আদায়ে সমস্যা মোকাবিলা করছে, এবং পায়রা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ কয়লাসংকটের কারণে বন্ধ হয়ে গেছে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াট, অথচ চাহিদা ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট।

আরো পড়ুন

সর্বশেষ