ব্যালন ডি’অর অনুষ্ঠান: কে পেলেন কী পুরস্কার

আরো পড়ুন

 শেষ হলো সব জল্পনা। এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার উঠেছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। সোমবার রাতে প্যারিসে অনুষ্ঠিত গালা অনুষ্ঠানে সাবেক লাইবেরিয়ান প্রেসিডেন্ট এবং ১৯৯৫ সালের ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ তার নাম ঘোষণা করেন।

এ বছরের বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বানোমতি। এটি তার দ্বিতীয়বারের অর্জন। বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, আর উদীয়মান সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন বার্সেলোনার লেমিন ইয়ামাল।

ব্যালন ডি’অরের মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। জার্ড মুলার ট্রফি পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেন। বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

নিচে একনজরে দেখুন পুরস্কার প্রাপ্তদের তালিকা:

  • ব্যালন ডি’অর: রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
  • ব্যালন ডি’অর ফেমিনিন: আইতানা বানোমতি (বার্সেলোনা, স্পেন)
  • কেপা ট্রফি: লেমিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)
  • ইয়াসিন ট্রফি: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
  • বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
  • বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস (চেলসি, যুক্তরাষ্ট্র)
  • জার্ড মুলার ট্রফি: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স) এবং হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড)
  • সক্রেটিস অ্যাওয়ার্ড: জেনি হারমোসো (বার্সেলোনা, স্পেন)
  • বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ (স্পেন)
  • বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা (স্পেন)
  • জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ