নোয়াখালী সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি পাইপগান, ১টি রামদা, ২টি ছুরি, ৩টি বাটন মোবাইল ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ওরফে কালন ও তার সহযোগী মেহরাজ (৪৬), মো. লিটন (৩২), মো. সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।
নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানিয়েছেন, সোমবার ভোরে ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে যুবদল আহ্বায়ক কালন তার অবৈধ আগ্নেয়াস্ত্র সমর্থকদের কাছে রাখতে দিয়েছিলেন, যা নিয়ে তারা টিকটকে ভিডিও পোস্ট করে। এ ভিডিও স্থানীয়দের নজরে আসার পর যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানান, জেলার নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাসী ও অবৈধ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। আটককৃতদের সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি রনি

