মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত কোনো সেনা সদস্যকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না, জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত একটি বৈঠকে এই বিষয়টি উল্লেখ করেছেন।
গত ২৫ অক্টোবরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফরের সময় বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের কার্যক্রমের প্রশংসা করেন।
বৈঠকে তিনি উল্লেখ করেছেন যে, র্যাবের সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাদের শান্তিরক্ষা মিশনে নির্বাচিত করা হবে না। তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধি ও নীতি নির্ধারণী পর্যায়ে আরও অংশগ্রহণের গুরুত্বকেও তুলে ধরেছেন।
সেনাপ্রধান বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং পার্বত্য চট্টগ্রামে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন।