‘বৈষম্যহীন’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে আজ বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। দুপুর ৩টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন, যেখানে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। এসময় ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরও উপস্থিতি দেখা যায়।
এক শিক্ষার্থী জানান, তারা ‘বৈষম্যহীন’ ফলাফল দাবি করছেন এবং বিভিন্ন শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচারও চান। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিক্ষোভের একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে, ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ঢুকে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। সেদিন তারা অভিযোগ করেন, বিক্ষোভ চলাকালে তাদের ওপর হামলা চালানো হয়েছিল, যাতে কয়েকজন আহত হন। তবে বোর্ডের কর্মকর্তারা দাবি করেন, শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যানের কক্ষে এবং তার সামনেও ভাঙচুর করেন।

