হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘আইয়ামে জাহেলিয়াতের পর আওয়ামী জাহেলিয়াতও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সময়ে হেফাজতের কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে শাপলা চত্বরে বহু নেতাকর্মীকে হত্যা ও ১৪০০ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও দাবি করেন, ভারত-সমর্থিত সরকারের বিরুদ্ধে কথা বলার কারণেই এই নির্যাতন চালানো হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) যশোর কেন্দ্রীয় ঈদগাহে শানে রেসালাত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মামুনুল হক এসব কথা বলেন। হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার আয়োজনে এ সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মামুনুল হক আরও বলেন, ‘বাংলাদেশকে ইসলামশূন্য করার ষড়যন্ত্র চলছে। একাত্তরের চেতনার নামে বাহাত্তরের চেতনা চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্রও চলছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘এই ষড়যন্ত্র বিদেশ থেকে পরিচালিত হচ্ছে এবং দেশের জনগণকে সজাগ থাকতে হবে।’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল ইসলাম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

